মনোযোগ নিয়ে পড়ুন - আপনারা যখন কোনো অপশনে ক্লিক করবেন একটি অ্যাড আসবে, তখন মোবাইল এর ব্যাক বাটনটির উপর ক্লিক করে আবার পুনরায় দ্বিতীয় (2) বার সেই অপশনটির উপর ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটির ডাউলোড লিংক পেয়ে যাবেন।
প্রচারের জন্য যেকোন শিক্ষার্থীদের কাজ দিচ্ছে স্বপ্ন গ্রোসারি ষ্টোর সম্মানী ১৩ থেকে ১৮ হাজার- SP - BNX24.COM

প্রচারের জন্য যেকোন শিক্ষার্থীদের কাজ দিচ্ছে স্বপ্ন গ্রোসারি ষ্টোর সম্মানী ১৩ থেকে ১৮ হাজার- SP

প্রচারের জন্য যেকোন শিক্ষার্থীদের কাজ দিচ্ছে স্বপ্ন গ্রোসারি ষ্টোর সম্মানী ১৩ থেকে ১৮ হাজার- SP




বর্তমান সময়ে ব্যাপক কম্পিটিশন মোকাবেলায় এবং বৈশ্বিক পরিবর্তনের কারনে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়েছে। এই ধরনের কম্পিটিশন দূর করার জন্য এবং বেচাবিক্রি বাড়ানোর জন্য ক্রেতাদের ভালবাসা অর্জন করা ছাড়া আর কোন উপায় নেই। সবচেয়ে বেশি ভালবাসা অর্জন করা যেতে পারে শিক্ষার্থীদের যদি পার্ট টাইম কাজের ব্যাবস্থা করা যায় তার মধ্য দিয়ে।

শিক্ষার্থীদের কাজের ব্যাবস্থা করা গেলে, শিক্ষার্থীরা যেমন খুশি থাকে তেমনি তাদের ফ্যামিলিও সেই ব্যাবসার মালিকের প্রতি সন্তুষ্ট থাকেন।

এসব বিবেচনায়, স্বপ্ন তাদের গ্রোসারি ষ্টোর গুলোতে শিক্ষার্থীদের কাজ দেয়ার জন্য ব্যাবস্থা নিয়েছে।

যদি কেউ এ কাজ করতে চান তাহলে তাকে নিজের একটি মোটামোটি বায়োডাটা বানিয়ে নিতে হবে। এতে কম্পিউটার দোকান থেকে করলে ১০ থেকে ২০ টাকা খরচ হবে।

সেই বায়োডাটা স্বপ্নের যে শপে আপনি কাজ করতে চান সেই শপে চলে যাবেন। ওখানে গিয়ে দেখবে দরজার সামনে রাখা আছে সিভি ড্রপ করার একটি বক্স।

সেই বক্সে আপনার সিভিটি ডুকিয়ে দিয়ে চলে আসবেন। সিভি দিয়ে আসার পর ২ সপ্তাহের মধ্যে আপনাকে ইন্টার্ভিউয়ের জন্য ডেকে নেয়া হবে এবং আপনাকে কাজ দেয়া হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url